সহকারী অধ্যাপকের বাণী

🌿 ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বাণী 🌿

“প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আরবী ভাষা শেখা মানে কেবল একটি নতুন ভাষা আয়ত্ত করা নয়—এটি একটি সমৃদ্ধ ইতিহাস, ঐশী জ্ঞান ও বিশ্বসভ্যতার গভীর বোধকে ধারণ করা। এই ভাষার মাধ্যমে তুমি কুরআনের অন্তর্নিহিত অর্থ বুঝতে পারবে, হাদীসের বিশুদ্ধ বার্তা জানতে পারবে এবং ইসলামী সাহিত্য ও জ্ঞানের অপার সম্ভার অনুসন্ধান করতে পারবে।

তোমরা মনোযোগ, অধ্যবসায় ও নিষ্ঠার সঙ্গে জ্ঞান অর্জনে এগিয়ে চলো। ভাষা চর্চার প্রতিটি ধাপে থাকবে আমাদের সহযোগিতা ও দোয়া। মনে রেখো, শিক্ষা শুধু পরীক্ষা পাস করার মাধ্যম নয়—এটি আত্মগঠন ও মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করার একটি পথ।

আল্লাহ যেন তোমাদের জ্ঞান, প্রজ্ঞা ও চরিত্রে উত্তম করে গড়ে তোলেন—এই কামনাই করি।”

……
সহকারী অধ্যপক
ঘিওর সিনিয়র মাদ্রাসা