অধ্যক্ষের বাণী

প্রিন্সিপালের বাণী

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন। অগণিত শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের দ্বীনি শিক্ষা অর্জনের সুযোগ দিয়েছেন। দুরূদ ও সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, যাঁর জীবনী আমাদের জন্য আদর্শ।

আমাদের এই মাদ্রাসা কেবল জ্ঞান অর্জনের কেন্দ্র নয়, বরং একটি আদর্শবান জীবন গঠনের পথপ্রদর্শক। এখানে আমরা কুরআন-সুন্নাহর আলোকে শিক্ষার্থীদের চরিত্র গঠনে, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধে দৃঢ় ভিত্তি গড়ে তোলার চেষ্টা করি।

আজকের শিক্ষার্থীরাই আগামীর উম্মতের আমানতদার। তাই তাদের মাঝে তাকওয়া, আত্মশুদ্ধি এবং দুনিয়া-আখিরাতের জন্য উপযোগী জ্ঞান অর্জনের মনোভাব সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য।

আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের দ্বীনি খেদমতে সফলতা দান করুন—আমীন।

وَآخِرُ دَعْوَانَا أَنِ الْـحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِينَ۔

মোঃ নজরুল ইসলাম
ভারপ্রাপ্ত (অধ্যক্ষ)
চর রমিজ রশিদিয়া আলিম মাদ্রাসা